ঝিনাইদহের কালীগঞ্জে রাখালগাছি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল

 মানিক ঘোষ,কালীগঞ্জ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়াজোন করা হয়। এই উপলক্ষে সোমবার বিকালে রাখালগাছি ইউনিয়ন পরিষদের সামনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। রাখালগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, পেনেল মেয়র আশরাফুল আলোম আশরাফ, রাখালগাছি ইউনিয়ন চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুর , ভাইচ-চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, ছাত্রলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) আনিচুর রহমান মিঠু, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ । এছাড়াও ইউনিয়ন আলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এমপি আনার বলেন,বর্তমান সরকার সারাদেশে যে উন্নয়ন করেছে সেটা জনগনের সামনে দৃশ্যমান। জনগন আজ বুঝতে পেরেছে দেশের উন্নয়নে শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি উপস্থিত সকলকে আবারো নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান। আলোচনা শেষে মাওলানা আলমগীর হোসেন মোনাজাত পরিচালনা করেন।




No comments

Powered by Blogger.