ঝিনাইদহের কালীগঞ্জের সিমলা রোকনপুর ইউনিয়ন ও মটর মালিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

মানিক ঘোষ, বিশেষ প্রতিনিধি ॥
রবিবার ঝিনাইদহের কালীগঞ্জের সিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে তিল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতারপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন ঝিনাইদহ -৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথির বক্তৃতা করেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ.এস.এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব মকছেদ আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড-মতিয়ার রহমান মতি,কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি রেজাউল করিম রেজা, এছাড়াও ইউনিয়ন আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি কালীগঞ্জের মটর মালিক সমিতি আয়োজিত অপর ইফতার মাহফিলেও যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আব্দুল মান্নানসহ মটর মালিক সমিতি ও কালীগঞ্জ কোটচাঁদপুর মহেশপুর মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইফতারপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এমপি আনার বলেন,বর্তমান সরকার সারাদেশে যে উন্নয়ন করেছে সেটা জনগনের সামনে দৃশ্যমান। জনগন আজ বুঝতে পেরেছে দেশের উন্নয়নে শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি উপস্থিত সকলকে আবারো নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান। আলোচনা শেষে মাওলানা আ¦দুল আজিজ মোনাজাত পরিচালনা করেন।


No comments

Powered by Blogger.