কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ফিরোজের সাংবাদিকদের সাথে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা
চিত্রা নিউজ, কালীগঞ্জ ঝিনাইদহ ॥ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় সাংবাদিকদের সাথে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা করেছেন। শুক্রবার ঝিনাইদহের কালীগঞ্জে নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সাথে ইফতার মাহফিল পূর্ব এক মতবিনিময় সভায় তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বর্ণনা করেন। তিনি বর্তমান সরকারের সমালোচনা করে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতায় উন্নত চিকিৎসাসহ কারা মুক্তির দাবি করেন। তিনি আগামীতে নিরপেক্ষ নির্বাচন হলে উন্মুক্ত নেত্রীর নেতৃত্বে ঝিনাইদহ-৪ আসন থেকে জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশা করেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মওলানা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ মেরাজ।
No comments