ঝিনাইদহে অস্ত্র-গুলি ও জিহাদি বইসহ জেএমবি সদস্য গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ সদর উপজেলার পোতাহাটি গ্রাম থেকে অস্ত্র-গুলি ও জিহাদি বইসহ তারিকুল ইসলাম রুবেল (২২) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার দুপুরে ওই গ্রামের আফজাল হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত তারিকুল ইসলাম চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ইছাপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।ঝিনাইদহ র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে পোতাহাটি গ্রামে অভিযান চালানো হয়। এসময় ১টি পিস্তল, ৫টি রাউন্ড গুলি, ২টি জিহাদী বই, ১টি ভারতীয় ভিসা সংযুক্ত পাসপোর্ট, ৮টি সীম কার্ড ও ৬টি মেমোরী কার্ডসহ তারিকুল ইসলামকে আটক করা হয়।র্যাব আরও জানায়, তারিকুল ইসলাম বিভিন্ন সময় নিজেকে রুবেল, আব্দুল্লাহ, আবু সালামা আল মুজাহিদ, মোহাম¥দ বিন কাশেম, তাওহীদুল ইসলাম রিদুয়ান নামে পরিচয় দিত। ২০১৫ সাল হতে জঙ্গিবাদী কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়েছে এবং বিভিন্ন সময়ে শারীরিক, সামরিক ও বিস্ফোরক বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে। সে দীর্ঘদিন যাবৎ প্রশিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি বোমা ও বিস্ফোরক দিয়ে বড় ধরণের নাশকতা করার পরিকল্পনা করছিল। এমনকি পরবর্তীতে সে দেশের বাইরে ‘সিরিয়া অথবা ভারতের কাশ্মীরে’ গিয়ে অন্য আন্তর্জাতিক জঙ্গী গোষ্ঠীর সাথে সংযুক্ত হয়ে জঙ্গী কর্মকান্ড পরিচালনার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিচ্ছিল বলে জানায়। তার দলে আরও অজ্ঞাতনামা ৭/৮ জন সদস্য রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
No comments