শৈলকুপায় বজ্রপাতে শিশুর মৃত্যু ॥ আহত-২
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় বরিবার বিকেলে বজ্রপাতে আকাশ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় তার মা ববিতা রাণী গুরুতর আহত হয়েছে। শিশু আকাশ উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের দাসপাড়ার বিজন কুমার দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী সাগর কুমার দাস জানান, বিজন কুমার দাসের ছেলে আকাশ, স্ত্রী ববিতা রাণী, ও প্রতিবেশী নীপেন দাসের স্ত্রী যশোদা রাণী নদী থেকে গোসল করে বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছিল। এ সময় বজ্রপাতের আঘাতে শিশু আকাশ ঘটনাস্থলেই নিহত হয় এবং সাথে থাকা শিশুটির মা ও প্রতিবেশী মহিলা গুরুতর আহত হন। আহতদের কুষ্টিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ঝিনাইদহের শৈলকুপায় বরিবার বিকেলে বজ্রপাতে আকাশ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় তার মা ববিতা রাণী গুরুতর আহত হয়েছে। শিশু আকাশ উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের দাসপাড়ার বিজন কুমার দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী সাগর কুমার দাস জানান, বিজন কুমার দাসের ছেলে আকাশ, স্ত্রী ববিতা রাণী, ও প্রতিবেশী নীপেন দাসের স্ত্রী যশোদা রাণী নদী থেকে গোসল করে বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছিল। এ সময় বজ্রপাতের আঘাতে শিশু আকাশ ঘটনাস্থলেই নিহত হয় এবং সাথে থাকা শিশুটির মা ও প্রতিবেশী মহিলা গুরুতর আহত হন। আহতদের কুষ্টিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
No comments