ঝিনাইদহের কালীগঞ্জের চাপালী গ্রামের সাংবাদিক সিরাজুল ইসলামের পিতা ঈমান আলী মণ্ডল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় মৃত্যুবরণ করেছে


চিত্রা নিউজ : ঝিনাইদহের কালীগঞ্জের চাপালী গ্রামের সাংবাদিক সিরাজুল ইসলামের পিতা মরুহুম ঈমান আলী মণ্ডল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার সময় যশোহর মেডিকেল হাসপাতালে বার্ধক্য জিনত করণে মৃত্যুবরণ করেছে ( ইন্নালিল্লাহে-------------)মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯৪) বৎসর ।মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে গত বৃহস্পতি বার মরুহুম ঈমান আলী মণ্ডল নিজ বাড়িতে হঠাতৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য যশোহর মেডিকেল হাসপাতালে ভর্তি করাহয় । চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার সময় তিনি মৃত্যু বরণ করে। মৃত্যুকালে তিনি তিন ছেলে এক মেয়ে আসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।মরুহুমের জানাযার নামজ শুক্রবার সকাল ১০ টার সময় চাপালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ঝিনাইদহ-৪ সংসদীয় এলাকার মাননীয় সংসদ সদস্য মহদয় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ অংশ গ্রহণ করেন । মাননীয় সংসদ সদস্য মহদয় মরুহুমের পরিবারের প্রতি সমবেদনা জানায়েছেন।

No comments

Powered by Blogger.