মহেশপুরে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে ওয়াসিম (২৬) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। শুক্রবার জুন মধ্যরাতে শ্যামকুড় গ্রামের নিন্দাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওয়াসিম একই উপজেলার অনন্তপুর গ্রামের ইদু ফকিরের ছেলে। মহেশপুর থানার ওসি লস্কর জায়েদুল আহসান জানান, রাত ২টার দিকে ওয়াসিমকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে শ্যামকুড় গ্রামের রাস্তার ধারে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে টহল পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। কে বা কারা কেন এ হত্যাকান্ড ঘটিয়েছে তা পুলিশ জানাতে পারেনি। লাশটি মহেশপুর থানায় রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কাবিল হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ।
No comments