ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় উন্মুক্ত বাজেট ঘোষণা


মানিক ঘোষ স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় ২০১৮-১৯ অর্থ বছরে ২০কোটি ৬২ লাখ ২৯ হাজার ২১৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।রবিবার সকালে পৌর পরিষদের মিলনায়তনে এ উন্মক্ত বাজেট ঘোষনা করেন কালীগঞ্জ পৌরমেয়র আলহাজ্ব মকছেদ আলী।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিন বঙ্গের ভারী শিল্প মোবারকগঞ্জ চিনিমিলের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী সিকদার,পৌর প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ,পৌর সচিব আব্দুল্লাহ আল মাসুম,প্যানেল মেয়র-২ রেজাউল করিম,প্যানেল মেয়র-৩ শাহানাজ পারভীন,পৌর কমিশনার তুহিঙ্গীর আলম তপন,ফাইজুর রহমান,আশরাফুল ইসলাম,তোরাব আলী,আনোয়ার হোসেন,মুক্তার হোসেন,মার্জেদ আলী,আন্জুয়ারা বেগম,আঞ্জু বেগম, পমুখ। সাংবাদিক,পৌরসভার কর্মকর্তা ও সমাজকর্মীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেটে বক্তরা পৌর সভার সকল দিক উল্লেখ করেন ,কালীগঞ্জ পৌরসভা যেহেতু ১নম্বর পৌর সভা সে ক্ষেত্রে পৌরসভার সকল উন্নয়ন মূলক কাজ কর্ম চাই।কালীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ বক্তব্যে বলেন কালীগঞ্জ পৌরসভাকে আমরা মডেল শহর হিসেবে গড়ে তুলতে চাই,ইতি মধ্যে পৌর সভায় অনেক কাজ শুরু হয়েছে।আশা করি ৫ বছরের মধ্যে পৌরসভার সকল কাজ সম্পূর্ণ করে মডেল শহর তৈরী করা হবে।ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বক্তব্যে বলেন ঝিনাইদহ-৪ সংসদীয় এলাকায় রাস্তা, বিদ্যুৎ, মসজিদ,মন্দির থেকে সকল কাজ প্রায় সম্পূর্ণ করা হচ্ছে।আশা করি পৌর সভার সকল কাজকে সম্পূর্ণ করতে পারবো।বাজেট ঘোষনায় সভাপতিত্ব করেন পৌরমেয়র আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস।

No comments

Powered by Blogger.