ঝিনাইদহে ছিন্নমুল শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে ছিন্নমুল শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার সকালে শহরের গয়েশপুর শিশুকলি আনন্দ স্কুলে এ ঈদবস্ত্র বিতরণ করেন ব্যাপারীপাড়ার ৩ গৃহিনী। ছিন্নমুল শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগা-ভাগি করে নিতে ব্যাপীরা পাড়ার রুখসানা আক্তার বিথি, নাসরিন সুলতানা চাপা ওরুবিনা হক নামের ৩ গৃহিনী ব্যক্তিগত উদ্যোগে এ বস্ত্র বিতরণ করেন। শিশুকলি আনন্দ স্কুলে ২০ জন শিক্ষার্থী ঈদের পোশাক পেয়ে চরম খুশি হয়। ঈদের খুশি ভাগা-ভাগি করে সমাজের ছিন্নমুল ও অসহায়দের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তারা।
No comments