কালীগঞ্জে বজ্রপাতে মহিলা সহ ২ জন আহত

মানিক ঘোষ, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহের কালীগঞ্জে রোববার দুপুরে বজ্রপাতে মহিলা সহ ২ জন আহত হয়েছে। এরা হল উপজেলার সুন্দরপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী গৃহবধু নাজমা খাতুন (৩৫) ও চাচড়া গ্রামের শুকুর আলীর পুত্র পাওয়ার টিলার চালক বেল্টু (২৭)। তাদেরকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বেল্টুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।
হাসপাতালে ভর্তি নাজমা বেগমের ছেলে নাজমুল জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে তার মা রান্না করছিল। এ সময় বাড়ীর উপরে বজ্রপাত ঘটলে তার মা জ্ঞান হারিয়ে ফেলেন। অপরদিকে একই সময়ে বৃষ্টির মধ্যে পাওয়ার টিলার চালিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হয় চালক বেল্টু। আহত দু’জনকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে কতর্ব্যরত ডাঃ অরুন কুমার দাস, বজ্রপাতে আহত ভর্তিকৃতদের মধ্যে বেল্টুর অবস্থা অবনতি হওয়ায় তাকে যশোরে রেফার্ড করা হয়েছে।


No comments

Powered by Blogger.