ঝিনাইদহে সাড়ে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১১ বছরের কিশোর গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে সাড়ে ৪ বছরের এক কণ্যা শিশুকে ধর্ষণের অভিযোগে বিপুল নামের ১১ বছরের কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে জেলার হরিণাকুন্ডু উপজেলার যাত্রাপাড়া বিন্নি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, বৃহস্পতিবার বিকেলে যাত্রাপাড়া বিন্নি গ্রামের এক কৃষকের সাড়ে চার বছরের শিশু বাড়ির পাশে খেলা করছিল। এসময় প্রতিবেশী সাত্তার মন্ডলের ছেলে বিপুল তাকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে বাড়িয়ে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়িতে এসে অসুস্থ হলে সকালে তার মা বাদি হয়ে হরিণাকুন্ডু থানায় মামলা দায়ের করে। পরে শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত কিশোর বিপুলকে গ্রেফতার করেছে।
No comments