ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৩ পান ব্যবসায়ী নিহত
ঝিনাইদহ, ২৬ জুন, চিত্রানিউজ : ঝিনাইদহ সদরের সাধুহাটি বাজারে আলমসাধু ও বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের সাধুহাটী মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হল, শহিদুল ইসলাম (৪৫), লতিফ মন্ডল(৫০) ও রাহাব উদ্দিন (৬০)। তারা পানের ব্যবসা করতেন। স্থানীয় ডাকবাংলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বলেন, হরিণাকুণ্ডু ছেড়ে আসা পানবোঝাই আলম সাধুকে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী ইএন ট্রাভেল নামে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এ সময় বাসের ধাক্কায় আলম সাধুতে থাকা পান ব্যবসায়ীরা ছিটকে পড়েন। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন একজন। এ ঘটনায় আহতদের দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার করে প্রথমে ডাকবাংলা বাজারের প্রাইভেট ক্লিনিকে এবং পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে মারা যান আরও দুজন।
No comments