কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপ ও অটোরিক্সসায় সংঘর্ষে লুৎফর রহমান লুতু (৬০) নামের একজন নিহত হয়েছে। সোমবার রাত ১টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় যশোর মারা যায়। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেজপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান উপজেলার বেজপাড়া গ্রামের মৃত ভোলাই মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেজপাড়া নামকস্থানে পিকআপ ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লুতফর রহমান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে রাত ১টার দিকে মারা যায়। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
No comments