কালীগঞ্জে মটরশ্রমিক হেলফার সদস্যকে অবসর ভাতা প্রদান
মানিক ঘোষ স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ কোটচাঁদপুর মহেশপুর মটরশ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে হেলফার সদস্যকে অবসর ভাতা প্রদান করা হয়।রবিবার বিকালে মটরশ্রমিক ইউনিয়ন অফিসে হেলফার সদস্য সাইফুল ইসলামকে এক কালীন অবসর ভাতা ২২ হাজার টাকা দেওয়া হয়।ভাতা নম্বর ১১৭।ওই সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার,কালীগঞ্জ কোটচাঁদপুর মহেশপুর মটরশ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম,সহ-সভাপতি আনোয়ার হোসেন বাবু,সাধারণ সম্পাদক রজব আলী মন্টু,যুগ্ম সাধারন সম্পাদক আবুল কাসেম,সড়ক সম্পাদক জহির উদ্দিন,দপ্তর সম্পাদক বাবুল আক্তার,কষাদক্ষ রমেশ মুখ্যাজী,উপদেষ্টা আনছার আলী সহ অন্যান্য সদস্যরা।
No comments