মহেশপুরে এবার দারোগার মোটরসাইকেল চুরি
মোঃ রাশেদ সরোয়ার,মহেশপুর প্রতিনিধিঃ রবিবার দিবাগত রাত্রে ঝিনাইদহের মহেশপুর থানার এ.এস.আই সালাউদ্দিনের মোটরসাইকেল চুরি হয়ে গেছে।
মহেশপুরে মোটরসাইকেল চুরি নিত্তনৈমিত্তিক ব্যপার হয়ে দাড়িয়েছে যা কোন প্রকারেই প্রতিরোধ করা যাচ্ছে না। প্রায় প্রতিদিনই ঘটছে মোটরসাইকেল চুরির ঘটনা। এরই ধারাবাহিকতায় চুরি হয়েছে থানার দারোগার মোটরসাইকেল। থানা সূত্রে জানা যায়, এ.এস.আই সালাউদ্দিন মহেশপুর ক্যাম্প পাড়ার বাসায় মোটরসাইকেল রেখে রাতে ঘুমাতে গেলে চোরেরা ঘরের গ্রীল কেটে তার ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। । গত সপ্তাহে কানাইডাঙ্গা গ্রামের দাউদ মন্ডলের ছেলে শফি মাষ্টারের বাজাজ প্লাটিনা ১০০সিসি মোটরসাইকেলটি বাড়ীর গেটের সামনে থেকে দিনের বেলায় চুরি হয়ে যায়। তার আগের সপ্তাহে মহেশপুর শহরের ডিম ব্যবসায়ী ইউনুস আলীর রাতে বাসার গ্রীল কেটে তার ব্যবহৃত বাজাজ ডিসকভার ১২৫সিসি মোটরসাইকেল চুরি হয়ে যায়। এমন কোন মাস নেই যে মাসে মোটরসাইকেল চুরি হচ্ছে না। কিন্তু চোরেরা রয়েছে ধরা ছোয়ার বাইরে। এ ব্যাপারে মহেশপুর থানার সেকেন্ড অফিসার এস.আই কামালের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মোটরসাইকেল চোর সিন্ডিকেট আটকের জোর তৎপরতা চলছে। কথায় বলে দারোগার কানায় পড়লে ঠিকই টাইট হবে, এবের দেখার বিষয় কি হয়।
মহেশপুরে মোটরসাইকেল চুরি নিত্তনৈমিত্তিক ব্যপার হয়ে দাড়িয়েছে যা কোন প্রকারেই প্রতিরোধ করা যাচ্ছে না। প্রায় প্রতিদিনই ঘটছে মোটরসাইকেল চুরির ঘটনা। এরই ধারাবাহিকতায় চুরি হয়েছে থানার দারোগার মোটরসাইকেল। থানা সূত্রে জানা যায়, এ.এস.আই সালাউদ্দিন মহেশপুর ক্যাম্প পাড়ার বাসায় মোটরসাইকেল রেখে রাতে ঘুমাতে গেলে চোরেরা ঘরের গ্রীল কেটে তার ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। । গত সপ্তাহে কানাইডাঙ্গা গ্রামের দাউদ মন্ডলের ছেলে শফি মাষ্টারের বাজাজ প্লাটিনা ১০০সিসি মোটরসাইকেলটি বাড়ীর গেটের সামনে থেকে দিনের বেলায় চুরি হয়ে যায়। তার আগের সপ্তাহে মহেশপুর শহরের ডিম ব্যবসায়ী ইউনুস আলীর রাতে বাসার গ্রীল কেটে তার ব্যবহৃত বাজাজ ডিসকভার ১২৫সিসি মোটরসাইকেল চুরি হয়ে যায়। এমন কোন মাস নেই যে মাসে মোটরসাইকেল চুরি হচ্ছে না। কিন্তু চোরেরা রয়েছে ধরা ছোয়ার বাইরে। এ ব্যাপারে মহেশপুর থানার সেকেন্ড অফিসার এস.আই কামালের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মোটরসাইকেল চোর সিন্ডিকেট আটকের জোর তৎপরতা চলছে। কথায় বলে দারোগার কানায় পড়লে ঠিকই টাইট হবে, এবের দেখার বিষয় কি হয়।
No comments