কালীগঞ্জে সড়ক ও কমিউনিটি ল্যাট্রিন উদ্বোধন করলেন-এম পি আনার


মানিক ঘোষ স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তা উদ্বোধন হয়েছে।মঙ্গলবার সকালে কালীগঞ্জ রাখালগাছি ইউনিয়ন থেকে খোশালপুর ভায়া নরদহি পর্যন্ত এক কিলোমিটার রাস্তা প্রায় ৩৫লক্ষ টাকা ব্যয়ে উদ্বোধন হয়েছে।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার,উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু,রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান ফারুক,যুবলীগের সভাপতি ইজ্জত আলী।


উদ্বোধন শেষে কোলা ইউনিয়ন গাজীরবাজার কমিউনিটি ল্যাট্রিন নিমার্ণ কাজের ৫লক্ষ টাকা ব্যয়ে,ও কোলা ইউনিয়নে বিভিন্ন স্থানে ৩৯টি স্ট্রিট সোলারপ্যানেল উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার,কালীগঞ্জ থানার ইনচার্য অফিসার মিজানুর রহমান,জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেন,কোলা ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাগর বিশ্বাস,তারেক রহমান।

No comments

Powered by Blogger.