মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে কালীগঞ্জে ৱ্যালী ও সমাবেশ
স্টাফ রিপোর্টার : মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ঝিনাইদহ কালীগঞ্জে ৱ্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ইসলামী আন্দোলন উপজেলা শাখার উদ্যোগে শহরের একটি ৱ্যালী বের করা হয়। ৱ্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাস টার্মিনালে এসে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র আশরাফুল আলম সহ ইসলামী আন্দোলন কালীগঞ্জ উপজেলা শাখার ইমাম সাহেবরা। বক্তারা, আসন্ন রমজানে পবিত্রতা রক্ষার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সেই সাথে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করেন।
No comments