কালীগঞ্জে বাদুরগাছায় ১৬ প্রহর ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান।


মানিক ঘোষ স্টাফ রিপোর্টার: দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায়-২১তম বার্ষিকী ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠানে বারবাজার বাদুরগাছা কালীবাড়ী প্রাঙ্গণে শুরু হয়েছে।শুক্রবার বিকালে বাদুরগাছা কালীবাড়ীতে ১৬ প্রহর ব্যাপী শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার।ঔসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালীগঞ্জ শাখার সভাপতি ও বীরমুক্তি যোদ্ধা বাবু সুনীল কুমার ঘোষ,সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক বাবু সুব্রত নন্দী,মোচিক সমবয় সমিতির সাধারন সম্পাদক গোলাম রসুল,রায়গ্রাম ইউনিয়নের আওয়ামীলীগ নেতা রাম ঘোষ,সাংবাদিক মানিক ঘোষ,বারবাজার ইউনিয়নে ৫নং ওর্যাডের আওয়ামীলীগের সভাপতি বাবু প্রশান্ত খাঁ,বাদুরগাছা মন্দিরের সভাপতি দিলীপ বাবু,সাধারন সম্পাদক পরিতোষ বিশ্বাস,পূজা পরিষদের অন্যতম সদস্য মহাদেব বিশ্বাস,বিক্রাম বিশ্বাস।এমপি মহোদয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে বলেন ধর্ম জার জার উৎসব সবার।সবাই একতা বদ্ধ ভাবে নামযজ্ঞ অনুষ্ঠানটি ভাল ভাবে সম্পূর্ণ করার কথা বলেন।বক্তব্য শেষে এম পি আনোয়ারুল আজীম আনার মহোদয় ফুলের ফিতা কেঁটে শুভ উদ্বোধন করেন।

No comments

Powered by Blogger.