ঝিনাইদহে ৬ মাদক ব্যবসায়ী বাড়ি ভেঙ্গে দিল জনতা ও পুলিশ


মানিক ঘোষ ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ শহরের চিহ্নিত ৬ মাদক ব্যবসায়ীর বাড়ি ভেঙ্গে দিয়েছে স্থানীয় জনতা ও পুলিশ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুলক হক শেখ জানান, দেশব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে পুলিশ। এরই অংশ হিসেবে তার নির্দেশে মঙ্গলবার শহরের ব্যাপাড়ীপাড়ার গাজা কোরবান, পাওয়ার হাউজপাড়ার রনি ও মিন্টু, উদয়পুরের ঢাকালে কাইয়ুম, চাকলাপাড়ার কৃষ্ণপদ ও ঘোষপাড়ার জামালের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় স্থানীয় জনগণের সহযোগিতায় সদর থানা পুলিশ ওই ৬ জন মাদক ব্যবসায়ীর বাড়ি ভেঙ্গে দেয়। এসময় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। জেলাকে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।

No comments

Powered by Blogger.