ঝিনাইদহে নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাণ্ড

মানকি ঘোষ ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে লাভলী বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন আদালত। রোববার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ১ম শ্রেণীর আদালতের বিচারক মো: গোলম আযম এ রায় প্রদান করেন। জরিমানা অনাদায়ে আরো এক বছররের কারাণ্ডদেন আদালত।
আদালত সুত্রে জানা যায়, ২০১৩ সালের ১৮ এপ্রিল র‌্যাবের একটি টহল দল গোপন সুত্রে খবর পান কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের লাভলী বেগম বিক্রীর উদ্দেশ্যে তার বাড়িতে মাদকদ্রব্য মজুদ করেছে। র‌্যাব ওই বাড়িতে অভিযান চালিয়ে লাভলী বেগমকে আটক করে। পরে তিনি ঘরের চৌকির নিচে থেকে ৪৪ বোতল ফেনসিডিল বের করে র‌্যাবকে দেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা হয়। পুলিশ তদন্ত শেষে লাভলী বেগমের নামে আদালতে চার্জশীট প্রদান করে। আদালত সাক্ষপ্রমান শেষে দোষি প্রমানিত হওয়ায় তাকে উক্ত দণ্ড প্রদান করেন।


No comments

Powered by Blogger.