মহেশপুরে ৪ ভারতীয় নাগরিক মাদক সহ ৬ জন গ্রেফতার
মহেশপুর প্রতিনিধিঃ রোববার বিকালে মহেশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে কালীঞ্জ-জীবননগর সড়কের বকুন্ডিয়া নামক স্থান থেকে ৪ ভারতীয় নাগরিক ও মাদক সহ ৬ জনকে গ্রেফতার করেছে ।
মহেশপুর থানা সূত্রে প্রকাশ, রোববার বিকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে এস.আই কামাল ও এ.এস.আই রাজু সঙ্গীয় ফোর্স সহ বকুন্ডিয়া রাস্তা থেকে ৪ জন ভারতীয় নাগরিক ও ২জন বাংলাদেশী সহ মোট ৬ জন কে আটক করে। আটককৃতরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের মিঠু মন্ডল, ইমরান মন্ডল, পরিমান মন্ডল ও অভিজিত মন্ডল এবং জীবননগর থানার হাসাদাহ গ্রামের কলি মন্ডলের ছেলে সিরাজুল ইসলাম, বাদল শেখের ছেলে বদর উদ্দিন। এদের কাছ থেকে মদ ও গাজা উদ্ধার হয়েছে। মাদক আইনে এদের বিরুদ্ধে মামলা হয়েছে। ধৃতদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
No comments