ঝিনাইদহে শেয়ার বাজারে নিরাপদ বিনিয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


চিত্রা নিউজ ঝিনাইদহ, : ঝিনাইদহে শেয়ার বাজারে বিনিয়োগ সম্ভাবনা ও নিরাপদ বিনিয়োগ বিষয়ক পুজিবাজার শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রাতে শহরের ফুডসাফারির কনভেনশন সেন্টারে এ কর্মশালার আয়োজন করে আইল্যান্ড সিকিউরিটি লিমিটেড।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইল্যান্ড সিকিউরিটি লিমিটেড এর ব্যবস্থাপনার পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তরুন বিনিয়োগকারী তাসনিম আলফি বিন নাঈম, আইল্যান্ড সিকিউরিটি লিমিটেড এর সিনিয়র ম্যানেজার নুরুন নবী, হেড অব কমপ্লায়েন্স এন্ড ট্রেনিং কাজী রাকিবুল হক, এ্যাসিসটেন্ট ম্যানেজার মার্কেট ডেভেলপমেন্ট নিয়াজ উদ্দিন শাকিল, ঝিনাইদহ তথ্য ও সেবা কেন্দ্রের ইনচার্জ আব্দুল আলিম।

এ ছাড়াও, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন মালিতা, ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা প্রধান আব্দুর রউফ, বিনিয়োগকারী বাহালুল আলম প্রমুখ।

এ সময় বক্তারা, পুজিবাজারে বিনিয়োগ করার নিয়ম, পরামর্শ সুবিধা ও সম্ভাবনা নিয়ে বিস্তর আলোচনা করেন। সেই সাথে আইল্যান্ড সিকিউরিটি লিমিটেড এর কার্যক্রম সকলের সামনে তুলে ধরেন।

কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ব্যবসায়ী, শিক্ষার্থী, শিক্ষকসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

No comments

Powered by Blogger.