শৈলকুপায় বিসিআইসি সারের দোকানে ইউএনও’র হানা, জরিমানা আদায়

ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের শৈলকুপায় বিসিআইসি সার ডিলারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এসময় প্রতি সারের বস্তায় ৪ থেকে ৫ কেজি পর্যন্ত ওজনে কম পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে সারের গোডাউনে হানা দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মোঃ উসমান গনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু ও শৈলকুপা থানার এসআই উত্তম কুমার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শৈলকুপা বাজারের বিসিআইসি সার ডিলার নিধীর কুমার সাহা ও রিটেইলার জালাল উদ্দিনের কাছ থেকে সার ক্রয় করে কৃষক প্রতারিত হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় গোডাউনে থাকা ৫০ কেজির সারের বস্তা ওজন করে ৪৫ থেকে ৪৬ কেজি পাওয়া যায়। বস্তা প্রতি ৪ থেকে ৫ কেজি পর্যন্ত পরিমানে কম থাকার অপরাধে নিধীর কুমার সাহাকে ৪০ হাজার ও জালাল উদ্দিনের কাছ থেকে ৩ হাজার মোট ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

No comments

Powered by Blogger.