কালীগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪২ বোতল ফেন্সিডিলসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক


মানিক ঘোষ, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কালীগঞ্জের আড়পাড়া (মাঠপাড়া) থেকে ৪২ বোতল ফেন্সিডিলসহ নারগিস ওরফে পপি (২৪) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে তার বাড়ি থেকে আটক করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক নারগিস ওরফে পপি কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের সিরাজ ড্রাইভারের মেয়ে।
মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, বৃহস্পতিবার বেলা ১ টার সময় কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী পপিকে কে ৪২ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ সময় আড়পাড়া (মাঠপাড়া) গ্রামের আনোয়ারা বেগম (আনিসের মা) বাড়িতে ব্যাপক তল্লাসী করা হয়। তিনি আরো জানান, মাদক বিরোধী অভিযানের ভয়ে আনোয়ারা বেগম ওরফে আনিসের মা পালাতক থাকায় তার বিরুদ্ধে পলাতক আসামী হিসেবে কালিগঞ্জ থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়। পরিদর্শক রাসেল আলী বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করে। আসামীরা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

No comments

Powered by Blogger.