যশোরের বাঘারপাড়ায় এক মাদরাসা কর্মচারীর বস্তাবন্দি লাশ উদ্ধার
চিত্রা নিউজ যশোহর: যশোরের বাঘারপাড়ায় এক মাদরাসা কর্মচারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া চিত্রা নদীর পাশে শ্মশানঘাট থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। তাকে গলা কেটে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
নিহত আসাদুজ্জামান আসাদ (৫০) উপজেলার নারিকেলবাড়িয়া পশ্চিমা গ্রামের ইসহাক মোল্লার ছেলে ও পশ্চিমা মাদরাসার কেরানি ছিলেন।
নিহতের স্বজনদের দাবি, গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে হত্যা করে লাশটি বস্তাবন্দি করে শ্মশানঘাটে ফেলে দেয়।
নিহতের চাচাতো ভাই কুদ্দুস হোসেন জানান, গত মঙ্গলবার রাত আটটার দিকে আসাদ নারিকেলবাড়িয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। এরপর তার সন্ধান না পেয়ে বুধবার বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। বাঘারপাড়া থানার ওসি মনজুরুল আলম জানান, শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ নিহত আসাদের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
No comments