কালীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধু মৃত্যু
কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহের কালীগঞ্জে প্রিয়া খাতুন (২৭) নামে এক গৃহবধু বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল ৩ টার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন ফয়লা গোরস্থান পাড়ায়। নিহত প্রিয়া ওই গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আব্দুস সেলিমের স্ত্রী। তার দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের পারিবারিকসূত্রে জানাগেছে, প্রিয়া গৃহস্থালীর কাজ শেষে বেলা আড়াইটার দিকে বাড়ির বিদ্যুৎ চালিত মটরের পানিতে গোসল করতে যায়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতে স্পৃষ্ট হয়ে সে মারা যায়।
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, আমরা এখনও এমন খবর পাইনি। আমি পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নেওয়ার ব্যবস্থা করছি।
ঝিনাইদহের কালীগঞ্জে প্রিয়া খাতুন (২৭) নামে এক গৃহবধু বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল ৩ টার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন ফয়লা গোরস্থান পাড়ায়। নিহত প্রিয়া ওই গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আব্দুস সেলিমের স্ত্রী। তার দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের পারিবারিকসূত্রে জানাগেছে, প্রিয়া গৃহস্থালীর কাজ শেষে বেলা আড়াইটার দিকে বাড়ির বিদ্যুৎ চালিত মটরের পানিতে গোসল করতে যায়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতে স্পৃষ্ট হয়ে সে মারা যায়।
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, আমরা এখনও এমন খবর পাইনি। আমি পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নেওয়ার ব্যবস্থা করছি।
No comments