শৈলকুপায় মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপায় গুলিতে রফিকুল ইসলাম লিটন (৪০) নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন। শনিবার রাত ১ টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে শৈলকুপা উপজেলার বড়দাহ জামতলা নামক এ ঘটনা ঘটে। নিহত লিটন শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের হাকিম মোল্লার ছেলে।
শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, শনিবার রাত ১টার দিকে গোলাগুলির খবর পেয়ে মহাসড়কে টহল পুলিশ সেখানে পৌঁছে। ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে। পরে তার পরিচয় জানতে পারে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১টি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড গুলি, অনেক গুলো ব্যবহৃত গুলির খোসা, ১০ বোতল ফেন্সিডিল ও ৪০০ পিচ ইয়াবা। ওসি আরো জানান, নিহত রফিকুল ইসলাম লিটন শৈলকুপা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী । তার বিরুদ্ধে ১০ টি মাদকের মামলাসহ ১২টি মামলা আছে।
No comments