কালীগঞ্জে বন্দুকযুদ্ধে আরও একজন নিহত


স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শামীম সরদার ওরফে মামুন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ জানায়, তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের উত্তরে আড়পাড়া অফদা মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। পুলিশ সদস্যকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত শামীম কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া কাঁচারী মোড়ের মমিন সরদারের ছেলে। তাদের আদি বাড়ি পুরাতন ঢাকায়।
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান জানান, মাদক বিরোধী অভিযানকালে তাদের একটি টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টাগুলি চালায়। এসময় উভয় পক্ষে বেশ কয়েক রাউণ্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মামুনের লাশ সহ উদ্ধার করে একটা বিদেশী পিস্তল,৩ রাউন্ড গুলি,১৭বোতল ফেনসিডিল,৫শত পিচ ইয়বা ।তিনি আরও জানান শামীম সরদারের নামে ১২টা মাদকের মামলা আছে। বন্দুকযুদ্ধে আহত পুলিশ সদস্যকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
নিহত শামীম সরদারের আড়পাড়া বিহারী মোড়ে ভ্যান-রিকশা ও সাইকেল মেরামতের দোকান আছে।

No comments

Powered by Blogger.