কালীগঞ্জে সাংবাদিক ডাঃ কামাল হোসেনের ইন্তেকাল

 মানিক ঘোষ, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের বারোবাজার প্রতিনিধি সাংবাদিক ডাঃ কামাল হোসেন (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ...... রাজেউন)। বৃহস্পতিবার রাত ৯ টা ৫০ মিনিটে ঢাকার ইব্রাহিম কার্ডিয়ক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্য্বুরন করেন। তিনি দীর্ঘদিন হৃদরোগ, ডায়াবেটিক ও কিডনীসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্র সহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার মরহুম সাংবাদিকের মৃতদেহ কালীগঞ্জ বারবাজারে আনার পর সকাল ১০ টায় বারবাজার উপস্বাস্থ্য কেন্দ্রের সন্মুখে প্রথম জানাজা নামাজ অনুষ্টিত হয়। তার জানাজায় ঝিনাইদহ- ৪ কালীগঞ্জ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ সহ স্থানীয় সুধীজন মুসুল্লীরা উপস্থিত ছিলেন। এরপর মরহুমের গ্রামের বাড়ি যশোর সদরের তৈলকুপি গ্রামে দুপুরে জুম্মার নামাজ পর ২য় জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মরহুম সাংবাদিক কামাল হোসেন তার সাংবাদিকতার শুরু থেকে দৈনিক পূর্বাঞ্চল, গ্রামের কাগজ, স্পন্দন সহ বিভিন্ন পত্রিকায় বারবাজার প্রতিনিধি হিসাবে লেখালেখি করেছেন। অবসরপ্রাপ্ত সেনা সদস্য মরহুম সাংবাদিক ডাঃ কামাল হোসেন তার কর্মজীবনে বারবাজারে গরীব শাহ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার নামে একটি প্রাইভেট সেবামুলক প্রতিষ্টান পরিচালনা করতেন। তার অকাল মৃত্যুতে কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক সহ সকল সাংবাদিক সদস্যগন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

No comments

Powered by Blogger.