কালীগঞ্জে বিতর্ক উৎসব অনুষ্ঠিত
কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি :
“যুক্তি দিয়ে তর্ক করি, সবাই মিলে দেশ গড়ি” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে জিনিয়াস ডিবেটিং ক্লাবের উদ্যোগে বিতর্ক উৎসব ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে পৌরসভার বলিদাপাড়া গ্রামে সুনিকেতন সেমিনার কক্ষে বিতর্ক উৎসব উপলক্ষে সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালা উদ্বোধন করেন জিনিয়াস ডিবেটিং ক্লাবের উপদেষ্টা এস এম মিজানুর রহমান। জিনিয়াস ডিবেটিং ক্লাবের সভাপতি মোস্তফা ইবনে মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ কামরুজামান। বিশেষ অতিথি ছিলেন সেন্টার ফর অর্গানিক ফার্মের ডিপিও এস এম শাহীন হোসেন, ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি আল শাহরিয়ার সুমন। বিতর্ক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সহসভাপতি ফারজানা টুম্পা ও কেসি কলেজ ডিবেট ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফাহিম মোন্তাসির রহমান। অনুষ্ঠান সঞ্চালন করেন নুসরাত জাহান নিশি। প্রশিক্ষণে অংশ নেয় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৯০জন শিক্ষার্থী। প্রশিক্ষণ শেষে সকলকে সনদপত্র প্রদান করা হয়।
No comments