ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নে ২০১৮-১৯ অর্থ বছরে ৮০ লাখ ৫৬ হাজার ৮০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোন করারোপ ছাড়াই এ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।রোববার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উন্মক্ত বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই বদিউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিত্য গোপাল শিকদার, সাধারণ সম্পাদক রণজিত কুমার, ইউপি সচিব কামরুজ্জামান, সদস্য কটন বিশ্বাস, আশিকুর রহমান, নাসির উদ্দিন, সাধন কুমার, রওশন আরা বেগম, রিতা সিদ্দিক, সোনালী বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক, ব্যবসায়ী, সমাজকর্মীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব আয় ৯ লাখ ৮০ হাজার ৫০০ টাকা, অনুদান ১৫ লাখ ৩৩ হাজার, ৫’শ ৮০ টাকা, উন্নয়ন অনুদান ২১ লাখ, ৮২ হাজার টাকা ধরা হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষক, ব্যবসায়ী, সমাজকর্মীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব আয় ৯ লাখ ৮০ হাজার ৫০০ টাকা, অনুদান ১৫ লাখ ৩৩ হাজার, ৫’শ ৮০ টাকা, উন্নয়ন অনুদান ২১ লাখ, ৮২ হাজার টাকা ধরা হয়েছে।
No comments