কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে আহত-২০
চিত্রা নিউজ কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জের জীবন নগর- কালীগঞ্জ সড়কের ঈশ্বরবা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস উল্টে ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতের গুরুতর অবস্থায় কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে ।
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার দুুপুর ১২ টার সময় চুয়াডাংগা থেকে ছেড়ে আসা যশোরগামী শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (পাবনা-জ-০৪০০২৮) কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা ইটভাটার সামনে ব্রিজের নিকট পৌছালে নিয়ন্ত্রত হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় মহিলাসহ ২০ জন যাত্রী গুরুতর আহত হয় । আহতের উদ্ধার করে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে ।
ঝিনাইদহের কালীগঞ্জের জীবন নগর- কালীগঞ্জ সড়কের ঈশ্বরবা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস উল্টে ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতের গুরুতর অবস্থায় কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে ।
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার দুুপুর ১২ টার সময় চুয়াডাংগা থেকে ছেড়ে আসা যশোরগামী শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (পাবনা-জ-০৪০০২৮) কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা ইটভাটার সামনে ব্রিজের নিকট পৌছালে নিয়ন্ত্রত হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় মহিলাসহ ২০ জন যাত্রী গুরুতর আহত হয় । আহতের উদ্ধার করে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে ।
No comments