বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য নির্বাচিত হলেন জুলিয়াস
মানিক ঘোষ, ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ২ দিন ব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের শেষ দিনে অনুষ্ঠিত হয় নির্বাচন। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কামাল বায়েজিদ। এছাড়াও সভাপতি মন্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস এবং খুলনা বিভাগের কেন্দ্রীয় পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ঝিনাইদহের বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন। নির্বাচনে বাংলাদেশের বিভিন্ন জেলার ২’শ ৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে প্রতিদ্বন্দীতা করেন দুটি প্যানেল। একটি প্যানেলে সভাপতি পদে অভিনেতা ঝুনা চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে অভিনেতা আক্তারুজ্জামান অপর প্যানেলে সভাপতি পদে লিয়াকত আলী লাকি ও সাধারণ সম্পাদক পদে কামাল বায়েজিদ প্রতিদ্বন্দীতা করেন। ঝিনাইদহ অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস কেন্দ্রীয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য এবং ঝিনাইদহের বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন খুলনা বিভাগের কেন্দ্রীয় পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হওযায় ঝিনাইদহের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।
No comments