লাইলাতুল বারাত: ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা
চিত্রা নিউজ, ঢাকা: শুরু হলো পবিত্র লাইলাতুল বরাত। বাংলাদেশে এ রাতটি শবে বরাত নামে সকলের কাছে পরিচিত। রাতকে আরবিতে ‘লাইল’ এবং ফার্সিতে শব বলা হয়। শাবান মাস মূলত পবিত্র মাহে রমযানের প্রস্তুতির মাস। হাদীস শরীফে উল্লেখ আছে, যে ব্যক্তি ১৫ শাবান রোজা রাখবে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। প্রতিবারের মতো এবারও এ রাতটি ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার সাথে পালিত হবে।পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে এ রাতে রাজধানী ঢাকাসহ সারা দেশে মসজিদ, মাদরাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে আলোচনা, মিলাদ-মাহফিল ও নফল ইবাদতের আয়োজন করা হয়েছে।
No comments