ঝিনাইদহ ক্যাডেট কলেজে আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতার সমাপনী
গত ৬ তারিখ থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় কলেজের হুনাইন, খায়বার ও বদর হাউজের শিক্ষার্থীরা জুনিয়র ও সিনিয়র গ্রুপে অংশ নেয়। ৩ টি ইভেন্টের মধ্যে ২ টিতে জয়লাভ করায় এ বছর হুনাইন হাউজ চ্যাম্পিয়ন হয়। খেলায় রানার আপ হয় খায়বার হাউজ। খেলা শেষে বিজয়ী দলের মাঝে ট্রফি তুলে দেন কলেজ অধ্যক্ষ লে.কর্ণেল সাদিকুল বারি। এসময় কলেজ এ্যাডজুটেন্ট লে. কমান্ডার আসাদুজ্জামান নুর, মেডিকেল অফিসার ক্যাপ্টেন জাসিফ রেজওয়ানসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
No comments