ঝিনাইদহে মাদক ব্যবসায়ীর আত্মসমর্পন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে মাদক বিক্রি না করার অঙ্গিকার করে হাতকাটা তরু (২৩) নামের মাদক ব্যবসায়ী আত্মসমপর্ণ করেছে। বুধবার সকালে ঝিনাইদহ সদর থানায় স্বেচ্ছায় পরিবারের সাথে নিয়ে তিনি আত্মসমর্পণ করেন। তরুন ওরফে হাতকাটা তরু শহরের ব্যাপারীপাড়ার রমজান আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, শহরের ব্যাপারী পাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী হাতকাটা তরুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সদর থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানের শুরু থেকেই পলাতক ছিল তরু। বুধবার সকালে মাদক বিক্রি না করার অঙ্গিকার করে সদর থানায় তিনি আত্মসমপর্ণ করেন। তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় ৩ টি মাদক মামলা রয়েছে।
No comments