বাগানে মালিকের গাছের সাথে বেধে রেখে মারপিট কালীগঞ্জে ৬ বিঘ জমির লিচু ভেঙে নিয়ে গেছে সংঘবন্ধ চোর
কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের এক কৃষকের ৬ বিঘা জমির প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকার লিচু রাতের আধাঁরে ভেঙে নিয়ে গেছে সংঘবন্ধ চোরা। ঘটনাটি ঘটছে উপজেলার পুকুরিয়া গ্রামের গোলাম মোস্তফার লিচু বাগানে।বাগান মালিক মোস্তফা জানান, আমার ৬ বিঘা লিচু বাগান ৩ লক্ষ টাকায় উপজেলার সানবান্ধা গ্রামের লিচু ব্যবসায়ী মিন্টু মিয়ার নিকট বিক্রয় করি। বিক্রি করার সময় মিন্টু মিয়ার সাথে আমার চুক্তি হয় যে, লিচু ভাঙার আগ পর্যন্ত লিচু বাগান আমার পাহারা দিতে হবে। প্রতি রাত্রের ন্যায় মঙ্গলবার দিবাগত রাতে আমি বাগান পাহারা দিতে যায়। রাত আনুমানিক ২ টার সময় দেশিয় অস্ত্র শস্ত্র নিয়ে ৬/৭ মুখোশধারী লোক বাগানে ঢুকে আমাকে মারপিট করে বাগানে গাছের সাথে বেধে রেখে ৬ বিঘা জমির মাদরাজী ও চায়না থ্রি সহ বিভিন্ন জাতের পাকা লিচু ভেঙে নিয়ে যায়। এই বিষয়ে জানতে চাহিলে ইউনিয়ন চেয়ারম্যান নাছির উদ্দীন বলেন, লিচু খাওয়ার জিনিস পাড়তেই পারে। তবে আমি কিছুই জানিনা বা কেহ কোন অভিযোগ দেয়নি। কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মিজানুর রহমান জানান, আমার কাছে কেহ কোন অভিযোগ করেনি। অভিযোগ দিলে তদন্তকরে ব্যাবস্থা নিব।
No comments