চট্টগ্রামে ইফতার সামগ্রী নিতে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু
চিত্রা নিউজ, ৷৷ চট্টগ্রামের সাতকানিয়ায় ইফতার সামগ্রী নিতে গিয়ে চাপাচাপির মধ্যে পড়ে ও পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের ১০ জন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেয়ার পর মারা যায় বলে জানিয়েছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবারক হোসেন। তিনি জানান, নিহতদের বেশির ভাগ নারী। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউএনও বলেন, দুপুর ১২টার দিকে কেএসআরএম কোম্পানির মালিকের গ্রামের বাড়ির সামনে নলুয়া মাদ্রাসা মাঠে ইফতার সামগ্রী বিতরণকালে ভিড়ের মধ্যে চাপাচাপি ও পদদলিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিপুল সংখ্যক নারী-পুলিশের উপস্থিতিতে বিশৃংখলা সৃষ্টির কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে। তবে, এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।
No comments