ঝিনাইদহে নদীতে নিখোঁজের ১ দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর পৌরসভার ভূটিয়ারগাতি এলাকার নবগঙ্গা নদীতে নিখোঁজের ১ দিন পর আনোয়ারা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলার ভূটিয়ারগাতি নবগঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ভূটিয়ারগাতি গ্রামের মৃত ইন্তাজ আলীর স্ত্রী আনোয়ার বেগম শনিবার দুপুরে বাড়ির পাশের নবগঙ্গা নদীতে গোসল করতে যেয়ে নিখোঁজ হয়। এরপর আর বাড়ি ফিরে আসেনি সে। বিকেলে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। রাতে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালালেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে রোববার সকালে স্থানীয়রা নদীতে জাল ফেলে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


No comments

Powered by Blogger.