ঝিনাইদহে জনসভার বিরিয়ানি খেয়ে অসুস্থ হওয়া রোগিদের পাশে কেন্দ্রীয় যুবলীগ নেতা মিল্লাত

মানকি ঘোষ ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদ-৩ আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী পারভীন তালুকদার মায়া’র জনসভার বিরিয়ানি খেয়ে অসুস্থ ব্যক্তিদের পাশে দাড়ালেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের উপ-ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এম এম জামান মিল্লাত। শুক্রবার রাতে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্স পরিদর্শণ করেন তিনি। এসময় ওই হাসপাতালে চিকিৎসাধীন রোগিদের খোঁজ-খবর নেন ও সঠিক ভাবে রোগিদের যেন চিকিৎসা হয় সে ব্যাপারে কর্তব্যরত চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। পরে হাসপাতাল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক কামাল হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা পলাশ, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, রফিকুল ইসলাম জনিসহস্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


No comments

Powered by Blogger.