কালীগঞ্জের কাশিপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত সাদেক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে ঝিনাইদহের কালীগঞ্জে কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের কাশিপুর নামক স্থানে এক সড়ক র্দুঘটনায় আহত সাদেক হোসেন দীর্ঘ ২৬ দিন ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর মঙ্গলবার দিবারাত ভোর ৪ টার সময় মৃত্যু বরণ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে কালীগঞ্জ ঈশ্বরবা গ্রামের আকরাম হোসেন এর ছোট পুত্র। দৈনিক চিত্রা নিউজ সহ গণমাধ্যমের রিপোর্টে জানা গেছে, ২৬ এপ্রিল কাশিপুর নামক স্থানে পৌছালে প্রাইভেট কার পেছন দিক থেকে ধাক্কা দিলে পাশ্বের গাছের সাথে প্রচন্ড ভাবে আঘাত প্রাপ্ত হয়ে স্বল্প সময়ের মধ্যে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা গেলেও একদিকে তার মাথার পেছনের দিকে আঘাত লেগে মস্তিষ্কে প্রচুর রক্ত খরন হয়। অন্যদিকে মাথা থেকে প্রচুর রক্ত খরন হয়েছিল বলে তাকে সুস্থ করে তোলাও অসম্ভব হয়ে পড়েছিল। সাদেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থার চেষ্টা করেছে ।
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার মহোদয় নিজে তাকে দেখতে ও চিকিৎসার খোঁজ-খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন । কিন্তু সাদেকের জ্ঞান ফেরানো যায়নি । মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাকে ০১লা এপ্রিল লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা শুরু হয়েছিল । কিন্তু তা সত্ত্বেও চিকিৎসকরা সফল হতে পারেননি । সফলতার কোনো সম্ভাবনাও আর ছিল না । মৃত্যু ঘটেছে সাদেক হোসেনের এই মর্মান্তিক পরিণতি এলাকা বাসির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
No comments