মহেশপুর গাড়াবাড়ীয়া গ্রামে এক অসহায় পরিবারকে ভিটে থেকে উচ্ছেদের পায়তারা

মোঃ রাশেদ সরোয়ার,মহেশপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের এক অসহায় পরিবারকে ভিটে থেকে উচ্ছেদের পায়তারা চালাচ্ছে প্রভাবশালী ব্যক্তিরা।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে প্রকাশ, উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের মৃত খোদা বক্র মন্ডলের মশিয়ার রহমানকে ভিটে থেকে উচ্ছেদের পায়তারা চালাচ্ছে।
মশিয়ার রহমান জানায়, ১৪১ নং গোবিন্দদপুর গাড়াবাড়ীয়া মৌজার ৭৪৫ নং দাগের ৩৮ শতক জমির মধ্যে ২ জমি সিরাজুল ইসলামের স্ত্রী নাছিমা খাতুনের কাছে বিক্রি করি। কিন্তু নাছিমা ২শতক জমি ছাড়াও অতিরিক্ত আরো ১ শতক জমি বে-আইনীভাবে জোরপূর্বক দখল করে নিয়ে ঐ জমিতে থাকা সকল গাছ বিক্রি করে দিয়েছে।

তিনি আরো বলেন, গত ১৩/২/১৮ইং তারিখে ঐ জমিতে পতিপক্ষরা বাউন্ডারী দিতে গেলে আমি বাঁধা দিতে গেলে তারা আমাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়ে আমাকে হত্যার হুমকি দেয়।
এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার মহেশপুর থানায় অভিযোগ দায়ের করেছে।

No comments

Powered by Blogger.