কালীগঞ্জে ব্যাক্তি উদ্যোগে প্রাথমিকের ৩’শত ছাত্র-ছাত্রীকে দুপুরের খাবার দিলেন এক ক্ষুদ্র ব্যাবসায়ী
কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জে ব্যাক্তি উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের ৩’শত ছাত্রছাত্রীকে মিড ডে মিল খাবার দিয়ে মহানুভবতার পরিচয় দিলেন খায়রুল হোসেন নামে এক ক্ষুদ্র ব্যাবসায়ি। বৃহস্পতিবার দুপুরে হেলাই মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল খাবার প্রদানের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সোলাইমান হোসেনের সভাপতিত্বে এ অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু, পৌর মেয়র আলহাজ¦ মকছেদ আলী, কাউন্সিলর তোরাব আলী. উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালমা খাতুন ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন। হেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা খাতুন জানায়, এই গ্রামেরই সন্তান খায়রুল হোসেন নামে এক ক্ষুদ্র ব্যাবসায়ি নিজ খরচে বিদ্যালয়ের শিশু ছাত্র ছাত্রীদের মিড-ডে মিল দুপুরের খাবার দেবার ইচ্ছা পোষন করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ তার মহানুভবতাকে স্বাগত জানায় এবং বিদ্যালয়ের প্রায় ৩’শতাধিক ছাত্রছাত্রীকে দুপুরের খাবার খাওয়ানো হয়। অনুষ্টানে আগত অতিথিগন এমন মহৎ কাজের জন্য খায়রুলকে সাধুবাদ জানিয়ে বলেন, তার মত সমাজের বিত্তবানদেরও এ কাজে এগিয়ে আসা প্রয়োজন। তাহলে প্রাথমিকের ঝরে পড়া শিশুর হার কমতে পারে। এ অনুষ্টানে স্থানীয় সাবেক মহিলা কাউন্সিলর সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও এলাকার সুধীজনেরা উপস্তিত ছিলেন।
No comments