মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


মোঃ রাশেদ সরোয়ার,মহেশপুর,প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেনের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন । উপজেলার যাদবপুর গ্রামের মৃত মুন্সী মোহাম্মদ হোসেনের ছেলে শাহাদৎ হোসেন(৭৫) শুক্রবার হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় যশোর সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি অ ইন্না ইলাইহি রজিউন)। ঐদিন বিকালে বাদ আছর মহেশপুর হাই স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সরকারের পক্ষে সহকারী কমিশনার(ভূমি) রোজিনা আক্তার জাতীয় পতাকা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান, পৌর মেয়র আব্দুর রশিদ খান, ওসি(তদন্ত) ফারুক হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক গাজী, পৌর কমান্ডার কাজী আব্দুস সাত্তার, আমরা মুক্তিযুদ্ধের সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুল আজম ইকবাল ঝড়ু উপস্থিত ছিলেন। যাদবপুর গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।

No comments

Powered by Blogger.