ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়নে আওয়ামী লীগের মতবিনিময় সভা


মানকি ঘোষ ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নে আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে মুক্তারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ফুরসন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, জেলা পরিষদের সদস্য অলিম্পিক মিয়া, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মিঠু মালিথা, স্থানীয় আওয়ামী লীগ নেতা আনসার মন্ডল, জব্বার মন্ডল, সাব্দার মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে মুক্তারামপুর গ্রামের ৩ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার শহিদুল ইসলাম এর সামাজিক দলে যোগদান করেন। এসময় বক্তারা, আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

No comments

Powered by Blogger.