কালীগঞ্জে বৃদ্ধা হত্যাকান্ড ঘটনায় থানায় মামলা ॥


কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে মিলা দাস (৫৮) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনায় কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। রোববার সকালে নিহতের ছোট ছেলে দেবেন দাস ওরফে সাগর বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে আসামি করে এই হত্যা মামলাটি দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালীগঞ্জ থানার এসআই অমিত কুমার দাস বলেন, গত শনিবার (২৮শে এপ্রিল) বিকালে স্থানীয়রা নদীর পাড়ের একটি আখ ক্ষেতে মহিলার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। তিনি আরো বলেন, নিহত মিলা দাসকে পিটায়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কি কারনে তাকে হত্যা করা হয়েছে তার কারন উদঘাটনে পুলিশ কাজ করছে। এই ঘটনায় নিহতের ছোট ছেলে দেবেন দাস ওরফে সাগর বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং ২২। তারিখ ২৯/০৪/২০১৮।

No comments

Powered by Blogger.