কালীগঞ্জে ২৮০ বোতল ফেন্সিডিল সহ আলম সাধু চালক গ্রেফতার
সাঈদুর রহমান,সংবাদদাতা,কালীগঞ্জ(ঝিনাইদহ)
ঝিনাইদহের কালীগঞ্জে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২৮০ বোতল ফেন্সিডিলসহ বকুল হোসেন (২২) নামের এক আলম সাধু চালককে গ্রেফতার করেছে।
বকুল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাজদিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বুধবার সকালে কালীগঞ্জ-কোলা রোডের ফাঁকা মাঠের মধ্যে থেকে ফেন্সিডিলগুলি উদ্ধার করা হয়।
ঝিনাইদহ ডিবি পুলিশের এসআই মকলেচুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি টিম কালীগঞ্জ-কোলা রোডে অভিযান চালায়। সে সময় একটি আলম সাধু (স্যালো ইঞ্জিন চালিত যান) কোলার দিকে যাচ্ছিল। ওই আলম সাধুর উপরে তিনটি বস্তায় মধ্যে ফেন্সিডিলগুলি পাওয়া যায়। এ ঘটনায় আলম সাধুর চালক বকুলকে গ্রেফতার করা হয়েছে।
তিনি ওই চালকের উদ্বৃতি দিয়ে জানান, ফেন্সিডিল গুলি কোলা পর্যন্ত পৌছিয়ে দেবার কথা ছিল চালকের। সেখান থেকে এক ব্যক্তি ফেন্সিডিলগুলি মাগুরা জেলায় নিয়ে যাবে।
তিনি আরো জানান, ফেন্সিডিল বহন করা আলমসাধুর পিছনে মটর সাইকেলে দুই ব্যক্তি ছিল। অভিযানের সময় তারা পালিয়ে যায়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে।
No comments