ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৮২ জন গ্রেফতার


ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে নাশকতা, সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সপ্তাহ ব্যাপী ঝিনাইদহে নাশকতা, সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ৪২ জন, শৈলকুপা থেকে ১৩ জন, হরিণাকুন্ডু থেকে ৭ জন কালীগঞ্জ থেকে ৬ জন এবং কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ১৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

No comments

Powered by Blogger.