ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ
মানিক ঘোষ ঝিনাইদহ প্রতিনিধি:
মুক্তিযোদ্ধা কোঠা বাতিলের বিরুদ্ধে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা অংশ নেয়। পরে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক সরোজ কুমার নাথ’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন। এসময় সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার দলিল উদ্দিন, সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার সিদ্দিক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। কোঠা বাতিল করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি প্রদাণ করেন মুক্তিযোদ্ধারা।
No comments