পাষণ্ড পিতা আটক ,নবজাতককে হত্যা,


চিত্রা নিউজ: গাইবান্ধায় ইচ্ছার বিরুদ্ধে সন্তান জন্ম হওয়ায় নবজাতককে মেঝেতে ছুড়ে ফেলে হত্যা করেছেন পাষণ্ড পিতা সাজু মিয়া। রোববার রাতে পলাশবাড়ি উপজেলার একটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হলে পুলিশ সাজু মিয়াকে আটক করে। আটক সাজু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার তুলট গ্রামের বাসিন্দা। 
পলাশবাড়ি থানার ওসি মাহমুদুল হক জানান, তিন বছর আগে সাজু মিয়ার সাথে সাহেরা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর-স্ত্রীর মধ্যে বনিবনা ভালো ছিল না। সাজুর ইচ্ছার বিরুদ্ধে স্ত্রী সাহেরা খাতুনের গর্ভে সন্তান আসে। 
রবিবার রাত সাড়ে ১০টায় পলাশবাড়িতে মা ক্লিনিকে সাহেরা পুত্র সন্তান জন্ম দেয়। খবর পেয়ে পাষণ্ড স্বামী ক্লিনিকে এসে মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিয়ে ছুড়ে ফেলে। এতে ঘটনাস্থলেই নবজাতকের মৃত্যু হয়।চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে সাজু ক্লিনিক থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে সাহেরা খাতুনের বাবা সাহা মিয়া পলাশবাড়ি থানায় সাজু মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করে।


No comments

Powered by Blogger.